খাদ্য নিরাপত্তা, ভ্যাট এবং ভর্তুকি নিয়ে সরকারের উদ্যোগ: আলী ইমাম মজুমদার
- By Jamini Roy --
- 13 January, 2025
সরকারি রাজস্ব এবং ভর্তুকির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, "সরকারের রাজস্ব প্রয়োজন। প্রচুর ভর্তুকিও লাগে। এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়। তাই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবে না।"
সোমবার (১৩ জানুয়ারি) মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ বছরে অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি উল্লেখ করে আলী ইমাম মজুমদার বলেন, "বন্যার কারণে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ছিল। এই ঘাটতি পূরণের জন্য সরকার উদ্যোগ নিচ্ছে। বিদেশ থেকে খাদ্য আমদানি করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী মৌসুমে ইরি ধানের বাম্পার ফলন হবে, তখন খাদ্য আমদানির প্রয়োজন হবে না।"
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হলো বিদেশ থেকে খাদ্য আমদানি করে দেশের অভ্যন্তরে সঠিকভাবে পৌঁছানো। এই আমদানি কার্যক্রম চালের বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
সরকারের ওএমএস কার্যক্রম প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, "ওএমএসের সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে প্রতি উপজেলায় ২ টন করে চাল বিতরণ করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দুই মাস দেশের ৫০ লাখ উপকারভোগী মাত্র ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন।"
খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতির প্রশ্নে তিনি বলেন, "খাদ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম রয়েছে। এসব নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে। ভবিষ্যতে এই অনুসন্ধান চলমান থাকবে।"
অনুষ্ঠানে মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগগুলো দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা এবং জনগণের জীবনযাত্রা সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।